আহা তোমার সঙ্গে – মহাশ্বেতা পুরকায়স্থ

সেদিন অনেক ভরে
একটা মিষ্টি ঠান্ডা বাতাসে
তুমি কেড়ে নিলে আমার ঘন নীল ঘুম।
আধো ঘুমে চোখ মেলতেই-
ব্যালকনিতে দেখতে পেলাম তোমায়- 
মনে হলো ‘স্বপ্নে কখন ঘা দিলে আমার দ্বারে’।

তোমার গন্ধবিধুর হাওয়া-
আর দিবাকরের প্রথম আলোতে
মনটা কানায় কানায় ভরে উঠলো।
চা-এর পেয়ালায় চুমুক দিয়ে তোমায় হেসে বললাম-
এমনি করেই আমার সকালটা
রোজ অমোঘ করে তুলো।
চুপি চুপি তোমায় বললাম –
তোমার হাসি মুখ যে আমার সারাদিনের খোরাক।
আজ মনে হল সব কাজ থাক পড়ে –
তোমার সাথেই কাটুক আমার সারাবেলা।

মনে হলো তুমিও সে ডাকে সাড়া দিলে।
তখনই মনে হলো –
আকাশ পানে মুখটি তুলে
দখিন হাওয়ার দরজা খুলে-
সারাটি দিন আনমনে আজ দুজনে
মনের কথাই বলি,
এমনি করেই কাটুক না দিন
তোমায় আমায় মিলে।

তপ্ত নিঠুর হাওয়ায়
তুমি যেন হার মেনো না-
 তবে আমিও যাবো হেরে-
 আমার মনের দু হাত মেলে
আগলে রাখব তোরে।

 ক্লান্ত বেলায় তোমায়-আমায়
বলবো প্রানের কথা-
ভালোবাসা অনেকযেন –
আসলে যা ব্যথা।।

বলবো তোমায় কানে-কানে
আমার ‘গোলাপবালা’
রাখবো তোমায় বুকের মাঝে-
গেঁথে তোমার মালা।।